অরুণোদয় ৩.০ : হাইলাকান্দিতে উপকৃত ৫৫, ৫১৭ জন

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : হাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ের  নির্বাচিত ৫৫ হাজার ৫১৭ জনের একাউন্টে মঙ্গলবার  ডিভিটি-র  মাধ্যমে ১২৫০ টাকা করে হস্তান্তর করা হয়েছে। জেলার ৬০২টি ভোট কেন্দ্রে এই উপলক্ষে আয়োজিত হিতাধিকারী এবং সমাজসেবীদের উপস্থিতিতে আয়োজিত সভার মাধ্যমে তৃতীয় পর্যায়ের অরুণোদয় প্রকল্পের উদ্বোধন করা হয় মঙ্গলবার।

জেলার  ৬০২টি ভোট কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী  সভায় খানাপাড়ায় অনুষ্ঠিত রাজ্য পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠানটির লাইভ টেলিকাস্ট করে দেখানো হয় মঙ্গলবার। হাইলাকান্দি টাউন হলে এই উপলক্ষে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে জেলা কমিশনার অভিষেক জৈন ও পুরপতি মানব চক্রবর্তী অংশ নেন।

Spread the News
error: Content is protected !!