না ফেরার দেশে ‘লাল পাহাড়ি’-র গীতিকার অরুণ

২৩ নভেম্বর : না ফেরার দেশে পাড়ি দিলেন ‘লাল পাহাড়ি দেশে’র শিল্পী অরুণ চক্রবর্তী। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন শিল্পী। এদিন সকালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। অরুণ চক্রবর্তী ১৯৭২ সালের এপ্রিল মাসে শ্রীরামপুর স্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় মহুয়া ফুল দেখতে পান। তা দেখে বড্ড বেমানান মনে হয়েছিল। মহুয়া তো লাল মাটির গাছ। তার পর তিনি ‘লাল পাহাড়ি’ গান লেখেন।

অরুণ চক্রবর্তী এই গানের গীতিকার। এরপর ঝুমুর গায়ক সুভাষ চক্রবর্তী এই রচনাটিতে সুরোরোপ করেন এবং ১৯৭৯ সালে প্রচলিত সুরে ভি বালসারার ব্যবস্থাপনায় সুভাষ চক্রবর্তী রেকর্ড করেন। সুভাষ চক্রবর্তী বাঁকুড়ার লোকগান ঝুমুর, টুসু, ভাদু গানকে জনপ্রিয় করেছিলেন।

গত বছর ২৬ ফেব্রুিয়ারি প্রয়াত হয়েছিলেন সঙ্গীত শিল্পী সুভাষ চক্রবর্তী। এবার সেই একই পথের যাত্রী হলেন অরুণবাবু।

না ফেরার দেশে 'লাল পাহাড়ি'-র গীতিকার অরুণ
Spread the News
error: Content is protected !!