শ্রীভূমি জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ১৬৩ ধারা জারি

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার অধীনে শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় এক আদেশে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এতে জানানো হয়েছে যে জেলায় নাশকতাকারীদের চলাচলের ফলে আইন শৃঙ্খলা জনিত সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন সামগ্রী, গরু ইত্যাদি জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধ সরবরাহ সম্ভাবনা রয়েছে যা থেকে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এবং এ ধরণের অবৈধ কার্যকলাপ প্রতিহত ও এর দ্রুত ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের বিএনএসএস এর ১৬৩ ধারার অধীনে জারি করা নিষেধাজ্ঞা অনুসারে-কোনও ব্যক্তি সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত শ্রীভূমি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটার এলাকায় চলাচল করতে পারবে না।

পাশাপাশি কোন ব্যাক্তি শ্রীভূমি জেলার কুশিয়ারা নদীর তীরে বর্ডার ফেন্সিং এর পাশে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চলাচল করা নিষিদ্ধ। এদিকে ওই আদেশে কোন ব্যাক্তি কুশিয়ারা নদীতে মাছ ধরার জন্য নৌকা চালাতে পারবে না। এক্ষেত্রে শুধু স্থানীয় জনগনকে নিজে খাওয়ার উদ্দেশ্যে সংশ্লিষ্ট লেসির অনুমতি সাপেক্ষে সার্কেল অফিস থেকে অনুমতি দেওয়া হবে, তবে এর কপি জেলা ম্যাজিস্ট্রেট ও পাথারকান্দির ১৬ তম ব্যাটেলিয়ান বিএসএফ কমানডেন্টকে দিতে হবে।

এছাড়া শ্রীভূমি, বদরপুর, নিলাম বাজার ও পাথারকান্দির সার্কল অফিসারের অনুমতি না নিয়ে কোন ব্যক্তি সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত শ্রীভূমি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের ৫ কিলোমিটার বেষ্টনীর ভিতরে কোন গাড়ি, ঠেলা, রিক্সা অথবা অন্য উপায়ে চিনি, চাল, আটা, ভোজ্য তেল, কেরোসিন ও লবণ ইত্যাদির বহন নিষিদ্ধ করা হয়েছে। তবে কেন্দ্র ও রাজ্য সরকারের কর্তব্যরত কর্মীদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। জনগণের স্বার্থে এই আদেশ তাৎক্ষণিক বলবৎ করা হয়েছে এবং পুণরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

Author

Spread the News