আর্ট হ্যাবিট্যাট ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড ক্রাফটের অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : রাঙ্গিরখাড়িস্থিত গ্যালারি ইউ নামের আর্ট গ্যালারিতে গত ১৫ আগস্ট তথা ৭৯ তম স্বাধীনতা দিবসের দিনে আর্ট হ্যাবিট্যাট ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড ক্রাফটের ব্যবস্থাপনায় সাঁই বিকাশ বিদ্যানিকেতন শিলচরে আয়োজিত হওয়া এই  অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ কারী প্রায় দুইশো জন নার্সারি থেকে ছাত্রছাত্রীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এদিন অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী সভার সূচনা হয় প্রঞ্চপ্রদীপ প্রজ্বলন ও ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ মাধ্যমে। এরপর অংশগ্রহণকারী প্রতিযোগিতাদের মধ্যে ক্রমে-ক্রমে চারটি ভাগের বিজয়ীদের মধ্যে একটি করে ট্রফি, মেডেল সহ শংসাপত্র তুলে দেন অঙ্কন প্রতিযোগিতার বিচারক তথা বিশিষ্ট চিত্রশিল্পী  ডাঃ রাজকুমার মাজিনদার,জয়দীপ ভট্টাচার্য, সন্দীপন দত্ত পুরকায়স্থ, পি অরিভুক্কারসু, ডাঃ পিনাকপানি নাথ।

বক্তব্যে জয়দীপ ভট্টাচার্য বলেন, অঙ্কন শিল্পীদের উৎসাহ প্রদানের ক্ষেত্রে প্রতিযোগিতার এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আজকের দিনে প্রশিক্ষণরত চিত্রশিল্পীরা উনাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে নতুন -নতুন চিত্র অঙ্কন করছেন এবং তা সমাজের কাছে তুলে ধরছেন,এটার মাধ্যমে সমাজে চিত্রশিল্পের মর্যাদা বাড়ছে। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন চিত্রশিল্পী তথা প্রশিক্ষক উত্তম ঘোষ এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রীতি কেএইচ, পিনাক বিশ্বাস, গৌতম ঘোষ, ঝুমকি ঘোষ, মধুমিতা দেবরায় প্রমুখ।

Spread the News
error: Content is protected !!