জিরিবামে কফ সিরাপ সহ গ্রেফতার ১
বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : যৌথ ভাবে আসাম রাইফেলস, মণিপুর পুলিশ ও সিআরপিএফ এক মাদক বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল। বুধবার মণিপুরের জিরিবাম জেলায় অভিযান চালিয়ে কফ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
অভিযানে ১৫৬০ বোতল Wincerex কফ সিরাপ উদ্ধার করেছে যৌথ বাহিনী। যার বাজার মূল্য ৯ লক্ষ ৩৬ হাজার টাকা। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের উপর ভিত্তিতে অভিযান চালানো হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

