গ্রেফতার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ
২ সেপ্টেম্বর : আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল পুলিশ। সোমবার সন্ধেবেলা, সাড়ে সাতটার কিছু পর, সিজিও কমপ্লেক্স থেকে তাঁকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। আরজি কর কাণ্ডের ২৬ দিনের মাথায় গ্রেফতার করা হল সন্দীপকে।
সোমবার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। লালবাজারের আগে তাঁদের মিছিল আটকে দেওয়া হলে, সেখানেই অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। বাধা পেয়ে দাবি তোলেন নির্দিষ্ট সময়ের মধ্যে অবস্থানস্থলে পুলিশ কমিশনারকে আসতে হবে, অন্যথায় পদত্যাগ করতে হবে তাঁকে। সময় পেরিয়ে যাওয়ার পরেও চলছে আন্দোলন। তার মাঝেই গ্রেফতার সন্দীপ ঘোষ।
৯ সেপ্টেম্বর আরজি করে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে। আরজি কর মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যাওয়ার পর থেকে, প্রায় দু’ সপ্তাহ ধরে সন্দীপকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। উল্লেখ্য, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজি করে দুর্নীতির তদন্তও চলছে।
খবর : আজকাল ডট ইন।