সেনা-জঙ্গি গুলির লড়াই, শহিদ ২২ জওয়ান, নিহত ২৩ জঙ্গি

২ ফেব্রুয়ারি : পাকিস্তানে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ২২ জওয়ান। সেই সঙ্গে নিহত হয়েছে ২৩ জন জঙ্গি। শনিবার পাক সেনার তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বালোচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় জঙ্গি দমনে অভিযান চালানো হয়েছে। এই অভিযানে জঙ্গিদের যেমন খতম করা হয়েছে, পাশাপাশি এতে শহিদ হয়েছেন ২২ জন জওয়ান।

পাক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বালোচিস্তানের কালাট জেলায় রাস্তা অবরোধের চেষ্টা করে জঙ্গিরা। এ খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর তরফে অভিযান চালানো হয়। সেখানে ৭০-৮০ জন জঙ্গি জওয়ানদের ওপর হামলা চালায়। শুক্রবার রাত থেকে শুরু হয় গুলির লড়াই। শনিবারও যা জারি থাকে। গতকাল এক বিবৃতিতে পাক সেনার তরফে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনীর অভিযানে কালাটে ১২ ও হারনাই জেলায় ১১ জঙ্গি নিহত হয়েছে।

এদিকে, পাক সেনার উপর হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। বিএলএ মুখপাত্র আজাদ বালোচ দাবি করেছেন, কালাটে হামলা তাঁদের অন্যতম সাফল্য। অন্যদিকে, এই হামলার পালটা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সেনা-জঙ্গি গুলির লড়াই, শহিদ ২২ জওয়ান, নিহত ২৩ জঙ্গি
সেনা-জঙ্গি গুলির লড়াই, শহিদ ২২ জওয়ান, নিহত ২৩ জঙ্গি

Author

Spread the News