কুমারপাড়া জিপির সভাপতি পদে নির্বাচিত অর্চনা দাস

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২ জুলাই : বুধবার শিলচর ব্লকের অধীনে কুমোর পাড়া জিপির সর্বসম্মতি ক্রমে সভাপতি নিযুক্তি হয়েছেন অর্পনা দাস। একই সঙ্গে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সুভাষ দাস। শিলচর উন্নয়ন খন্ডের ভন্ড অধিকারীক প্রবীণ মাহাতোর উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫০ সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচিত হন।

এদিকে, নির্বাচন পর্বের পরেই বিজেপি জিন্দাবাদ বিধায়ক দীপায়ন চক্রবর্তী জিন্দাবাদ ধ্বনি দিতে শুরু করেন সমর্থকেরা। বিজয়ীরা করে বিজেপি কার্যালয়ে উপস্থিত হন তারা দলীয় কর্মকর্তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ করেন। অর্পনা দাস হলেন শালচাপাড়া মণ্ডলের বিজেপির প্রাক্তন সম্পাদক কন্যা। গত পঞ্চায়েত নির্বাচনে বিশুদার সামান্য বুথের ব্যবধানে সভাপতি পদে পরাজিত হলেও এবার পরিস্থিতি সম্পন্ন ভিন্ন। ডিলিমিটেশনের ফলে জিপিতে অনেকটা রদবদল হয়। বিজেপির তরফে প্রকাশ্যে না হলেও বিশু দাসকে জিপি সভাপতি মেনে হাঁটছিল। তবে তার রুটি মহিলা সংরক্ষিত হওয়ার জন্য তিনি সরে দাঁড়ান। সকলের অনুরোধে কন্যাকে নির্বাচনী ময়দানে নামাতে বাধ্য তিনি। এদিকে সুভাষ দাস আগের পঞ্চায়েত নির্বাচনের রূপ সদস্য নির্বাচিত হয়েছিলেন এর আগে তার মা সীমন্তনি দাস কুমারপাড়া জিপির নির্বাচিত গ্রুপ সদস্য ছিলেন।

কুমারপাড়া জিপির সভাপতি পদে নির্বাচিত অর্চনা দাস

অর্পনা দাস বলেন, বিজেপি দলের আদর্শ ও নীতিকে সামনে রেখে সবকা সাত সবকা বিকাশের লক্ষ্যে জিপিতে উন্নয়নমূলক কাজ করে যাবেন। কুমারপাড়া জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসেবে বিজেপি প্রার্থী দীপঙ্কর পাল বিজয় হয়েছিলেন।

কুমারপাড়া জিপির সভাপতি পদে নির্বাচিত অর্চনা দাস

Author

Spread the News