পাথারকান্দির সিপেনজুরীতে শিল্প উদ্দ্যোগ স্থাপনের অনুমোদন

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২০ জুলাই : দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শিল্প উদ্দোগ স্থাপনের অনুমোদন মিললো। পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের উদ্দ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বধীন রাজ্যে বিজেপি সরকারের আমলে ভারত-বাংলা সীমান্ত জেলা করিমগঞ্জের পাথারকান্দিতে বৃহৎ শিল্প উদ্দ্যোগ স্থাপনের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। এতে পাথারকান্দি বিধানসভা সহ গোটা করিমগঞ্জ জেলার বেকারদের মধ্যে রঙিন স্বপ্নের উদয় হল। কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র ও মাঝারি উদ্দ্যোগ মন্ত্রণালয়ের অধীন সিকিম প্রকল্পের এমএসএমএসের প্রচারের অধীন অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দির সিপেনজুরীতে ১৮.৭৪ কোটি  টাকা বরাদ্দ করে। এর আগে বিধায়ক কৃষ্ণেন্দু পাল নিজ কেন্দ্রে একটি শিল্পোদ্যোগ স্থাপনের জন্য ব্যাপক প্ৰচেষ্টা চালিয়ে গিয়েছিলেন। এবং নিজ নির্বাচনীয় কেন্দ্রে ১৬৫ বিঘা জমি সরকারের কাছে হস্তান্তর করেন।

এনিয়ে শুক্রবার এক বার্তায় বিধায়ক বলেন, কেন্দ্রীয় সরকার কর্তৃক বৃহৎ এই শিল্প উদ্দ্যোগ স্থাপনের অনুমোদনের পর পরই  এখন থেকেই সেই রঙিন স্বপ্নের উদয় হচ্ছে বেকারদের মধ্যে। বলেন, আগামীদিনে একদিকে যেমন জেলার পাঁচ থেকে সাত হাজার বেকারদের কর্মসংস্থান হবে অন্যদিকে এলাকার আর্থ সামাজিক উন্নয়নে ও এই শিল্পদ্দ্যেগ নিঃসন্দেহে বিশেষ অগ্রণী ভূমিকা পালন করবে। ফাইল ছবি।

Author

Spread the News