এপিজে আব্দুল কালাম সেবা পুরস্কার পাচ্ছেন হারান দে
পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : আজ ভারতরত্ন ড. এপিজে আব্দুল কালামের জন্ম দিবসে বিশিষ্ট সাংবাদিক হারাণ দে-কে ড. এপিজে আব্দুল কালাম সেবা পুরস্কার ২০২৫ এ ভূষিত করা হয়েছে। ইন্ডিয়ান নিউজ মিডিয়া কাউন্সিল নামের উত্তরপ্রদেশের একটি বেসরকারি সংস্থা তাঁকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছে।
উল্লেখ্য, সাংবাদিকতার পাশাপাশি হারাণবাবু বর্তমানে ড. এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল ডেভেলপমেন্ট ফোরাম এবং ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ নামের দু’টি সিভিল সোসাইটির সভাপতি হিসেবেও কাজ করছেন।

