শারদীয়া দুর্গোৎসবে জেলায়  ‘এন্টি রোমিও স্কোয়াড’

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : শারদীয়ার আনন্দে যাতে কোন ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয়, তার জন্য প্রস্তুত রয়েছে কাছাড় জেলা পুলিশ। উৎসবকে নির্বিঘ্নে সফল করার লক্ষ্যে সিনিয়র পুলিশসুপার নোমাল মাহাতোর নেতৃত্বে জেলায় গঠন করা হয়েছে “এন্টি রোমিও স্কোয়াড”।বাইরে থেকে এক্সপার্ট এনে ৩০ দিনের প্রশিক্ষণ প্রদান শেষে বুধবার কাছাড়ে মোতায়েন করা হয়েছে “এন্টি রোমিও স্কোয়াড”নামের একটি বিশেষ ফোর্স। এতে পুলিশ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে এদিন শহরে মহড়া প্রদর্শন করবেন নিরাপত্তা রক্ষীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, অসমের মধ্যে শহর শিলচর একটি অন্যতম ঐতিহাসিক স্থান।

শারদীয়া দুর্গোৎসবে জেলায়  'এন্টি রোমিও স্কোয়াড'

এখানের শ্রদ্ধালুরা প্রতি বছর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শারদীয়া দুর্গোৎসব উদযাপন করে থাকেন। দুর্গোৎসবকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয় গোটা শহর। ফলে মানুষের উপচেপড়া ভিড়ে শিশু সহ মহিলাদের নানা অসুবিধার সম্মুখীন হতে হয়।বিশেষ করে কিছু উদণ্ড যুবক শহরের বিভিন্ন প্রান্তে বাইক নিয়ে ঘুরাফেরা করার পাশাপাশি মহিলা ও যুবতীদের সঙ্গে অশ্লীল আচরণে মেতে ওঠে।এসব বিভিন্ন ইস্যুতে পর্যালোচনা করে কাছাড় পুলিশ শারদীয়ার আনন্দ উল্লাসকে নির্বিঘ্নে সফল করে তুলতে “এন্টি রোমিও স্কোয়াড” নামের একটি বিশেষ ফোর্স গঠন করেছে। এতে বিএসএফের জওয়ানদের কাঁধেও জেলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। বাইরে থেকে এক্সপার্ট এনে মহিলা পুলিশদের প্রশিক্ষণ প্রদান করে গঠন করা হয়েছে বিশেষ ফোর্সটি। পূজা চলাকালীন “এন্টি রোমিও স্কোয়াড”জেলার বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা বাইক রাইডিং এর মাধ্যমে বিশেষ নজর রাখবে। গতবার কাছাড় পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে কাছাড়ের জনগণ “এন্টি রোমিও স্কোয়াডকে” স্বাগত জানিয়েছেন। এবছরও শ্রদ্ধালুরা পুলিশকে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তা।

Spread the News
error: Content is protected !!