আসাম বিশ্ববিদ্যালয়ের ডিফু ক্যাম্পাসে র‍্যাগিং বিরোধী সচেতনতামূলক কর্মসূচি

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : আসাম বিশ্ববিদ্যালয় ডিফু ক্যাম্পাসে শুক্রবার আয়োজিত হল র‍্যাগিং বিরোধী সচেতনতামূলক কর্মসূচি। এদিন আসাম বিশ্ববিদ্যালয় শিলচরের অ্যান্টি র‍্যাগিং সেল ও আসাম বিশ্ববিদ্যালয় ডিফু ক্যাম্পাস যৌথভাবে এই কর্মসূচি পরিচালনা করে।

এই কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রোকটর অধ্যাপক প্রদীপ্ত দাস, ডেপুটি প্রোকটর অধ্যাপক অরুণজ্যোতি নাথ ও ডিফু ক্যাম্পাসের ডেপুটি প্রোকটর ড. রমি এইচ বেগম।

আসাম বিশ্ববিদ্যালয়ের ডিফু ক্যাম্পাসে র‍্যাগিং বিরোধী সচেতনতামূলক কর্মসূচি

অধ্যাপক দাস বলেন, র‍্যাগিংয়ের নতুন সংজ্ঞা হল বর্ণ, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ (ট্রান্সজেন্ডার সহ), যৌন অভিমুখিতা, চেহারা, জাতীয়তা, আঞ্চলিক উৎস, ভাষাগত পরিচয়, জন্মস্থান, বসবাসের স্থান বা অর্থনৈতিক পটভূমির ভিত্তিতে অন্য শিক্ষার্থীর ওপর শারীরিক বা মানসিক নির্যাতনের যে কোনও কাজ করা। অধ্যাপক নাথ সমাবেশকে র‍্যাগিংয়ের পরিণতি সম্পর্কে অবহিত করেন।

আসাম বিশ্ববিদ্যালয়ের ডিফু ক্যাম্পাসে র‍্যাগিং বিরোধী সচেতনতামূলক কর্মসূচি

এদিন শিক্ষার্থীদের র‍্যাগিং বিরোধী আইন, র‍্যাগিংয়ের ধরন, র‍্যাগিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের এবং র‍্যাগিংয়ের দীর্ঘ ও স্বল্পমেয়াদী প্রভাব সম্পর্কে অবহিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের ডিফু ক্যাম্পাসের  সব বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

Spread the News
error: Content is protected !!