গাগলাছেড়া চা বাগানে ‘মানব পাচার বিরোধী’ সচেতনতা কর্মসূচি

বরাক তরঙ্গ, ২৭ জুন : গুয়াহাটির বালিকা বিকাশ ট্রাস্ট ও ইয়ুথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) শিলচর সহযোগিতায় হাইলাকান্দি জেলার গাগলাছেড়া চা বাগানে ‘মানব পাচার বিরোধী’ একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে। মূলত চা বাগানের নারী, মেয়ে ও শিশুদের সচেতন করার জন্যই এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন আইনজীবী শর্মিলা চক্রবর্তী। তিনি মানব পাচারের জন্য দায়ী প্রধান সমস্যাগুলির বিশদ বিবরণ দিয়েছেন এবং দর্শকদের কাছে পুরো ডেটা স্থাপন করেছেন। ইয়াসি-র কেন্দ্রীয় সভাপতি সঞ্জীব রায় বলেন, ‘মানব পাচার’ নামক এই ধরনের দুষ্টতার প্রাথমিক পর্যায়ে দায়ী এবং প্রকৃত শিকড় স্থাপন করেছেন।

গাগলাছেড়া চা বাগানে 'মানব পাচার বিরোধী' সচেতনতা কর্মসূচি

এ দিন বালিকা বিকাশ ট্রাস্টের কোষাধ্যক্ষ সিদ্ধার্থ ভট্টাচার্য সভা সূচনা করেন এবং তাঁর মূল্যবান বক্তব্যের মাধ্যমে সভার শেষ হয়। তিনি বলেন, তার সংগঠন অসমজুড়ে কাজ করছে সমাজ থেকে এই ধরনের মন্দকে মুছে ফেলার জন্য। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ঈশ্বরচন্দ্র পাণ্ডে, রামশরণ রবিদাস প্রমুখ। ইয়াসি-এর পক্ষে ইন্দ্রজিৎ রায়, ডেবরাম তাতোয়া, বিবেকানন্দ রায়, সন্তোষ পান্ডে এবং প্রোগ্রাম ইনচার্জ রাজকুমার রবিদাস উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটির স্পন্সর ছিল ‘ব্রহ্মপুত্র ক্র্যাকার্স অ্যান্ড পোলিমার লিমিটেড ‘। আগামীকাল শুক্রবার একইভাবে সভার আয়োজন করা হবে চেংকুড়ি চা বাগানে।

Author

Spread the News