কাজিরবাজারে মাদকবিরোধী সচেতনতা সভা

বরাক তরঙ্গ, ২০ জুলাই : ডিস্ট্রিক্ট ডি-এডিকশন সেন্টার, রাতাবাড়ি সোসিয়াল সার্ভিস ফাউন্ডেশন ও আশিয়ানা ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত হয় কাজিরবাজারে।  মাদকবিরোধী সচেতনতা সভায় শতাধিক বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্যে কবির আহমেদ বলেন, সাম্প্রতিক গবেষণা অনুসারে, বাস্তব জীবনের জটিলতা এড়াতে এবং মানসিক যন্ত্রণার সঙ্গে মোকাবিলা করার জন্য ১৬ থেকে ২৫ বছর বয়সী তরুণরা ক্রমশ মাদকের দিকে ঝুঁকছে। তারা তাৎক্ষণিক তৃপ্তি এবং দুঃসাহসিক কাজকে অগ্রাধিকার দেয়, প্রায়শই স্বাস্থ্য ও নিরাপত্তার ঝুঁকি উপেক্ষা করে মাদকের পরীক্ষা-নিরীক্ষায় লিপ্ত হয়। তবে,যুবসমাজের মাদকাসক্তি কেবল ব্যক্তিদেরই প্রভাবিত করে না, এর পরিণতি পরিবার এবং সমাজেও বিস্তৃত হয়। এটি জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে শারীরিক, মানসিক, মানসিক এবং অর্থনৈতিক -প্রতিরোধমূলক পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দেয়।

ডিস্ট্রিক্ট ডি-এডিকশন সেন্টারের ইনচার্জ অপু দেবনাথ বলেন, যুবক‌ সমাজের উজ্জ্বল্য ভবিষ্যতের জন্য যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা একটি শক্ত শাসন ব্যবস্থার প্রয়োজন রয়েছে, এর জন্য পর্যাপ্ত সচেতনতা এবং আইন প্রয়োগের পাশাপাশি অভিভাবক এবং সম্প্রদায়ের সহায়তার সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ এবং বহুমুখী পদ্ধতির প্রয়োজন। শুক্রবার আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোসেন আহমেদ, বিশিষ্ট সমাজসেবী নিজামুদ্দিন আহমেদ, সাহাদাত হোসেন, আশিয়ানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মইন উদ্দিন প্রমুখ।

Spread the News
error: Content is protected !!