ডিস্টিংশন পেয়ে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ আনসার

বরাক তরঙ্গ, ১ মে : উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাণিজ্য বিভাগে সাফল্য অর্জন করে নজর কাড়ল করিমগঞ্জ ফ্রন্টিয়ার কলেজের শিক্ষার্থী আনসার আহমদ চৌধুরী। সে করিমগঞ্জ সেটেলমেন্ট এলাকার বাসিন্দা মোহাম্মদ সাহিন আহমদ চৌধুরী ও নূর জাহান চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র। আনসার পাঁচটি বিষয়ে লেটার মার্কসহ ডিস্টিংশন পেয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। সে ৮৬.৬ শতাংশ নম্বর পেয়ে কলেজ ও এলাকাকে গৌরবান্বিত করেছে। তার প্রাপ্ত নম্বর হল ইংরেজি ৭৮, অল্টারনেটিভ ইংরেজি ৮৬, বিজনেস স্টাডিজ ৯০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস ৯০, অর্থনীতি ৮৯ এবং অ্যাকাউন্টেন্সি ৮১। সর্বমোট ৪৩৩ নম্বর অর্জন করে সে কলেজের শীর্ষস্থান অধিকার করে। নিজের সাফল্যের পেছনে কঠোর পরিশ্রমের পাশাপাশি মা-বাবা, আত্মীয়-স্বজন ও শিক্ষক-শিক্ষিকাদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্বীকার করেছে আনসার।

এই সাফল্যে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং পরিচিত মহলে আনন্দের ছোঁয়া লেগেছে। ভবিষ্যতে সিএ (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট) ডিগ্রি অর্জন করে সমাজে একজন সৎ, সচেতন ও আদর্শ মানুষ হয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেছে সে।আনসারের এই অসামান্য অর্জনে ফ্রন্টিয়ার কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং তার মামা এক্সসাইজ ইন্সপেক্টর আবিদুল করিম চৌধুরীসহ ব্যক্তিবর্গ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

Spread the News
error: Content is protected !!