পাইকানকাণ্ড : পুলিশের গুলিতে মৃত্যু আরেক জনের, গ্রেফতার শামনুর সহ ১২

বরাক তরঙ্গ, ১৮ জুলাই : গোয়ালপাড়ার পাইকানে পুলিশের সঙ্গে উচ্ছেদ হওয়া মানুষের সংঘর্ষে  গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু ঘটল। গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুসুমউদ্দিন আলির মৃত্যু হয়। ২৮ বছরের কুসুমের বাড়ি নরসিংহপুরে। বৃহস্পতিবার উত্তেজনার সময় পুলিশ ও বনকর্মীদের গুলিতে আহত হয়েছিলেন কুসুম।

এ দিকে, সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে গোয়ালপাড়া পুলিশ ১২ জন হামলাকারীকে গ্রেফতার করেছে। কৃষ্ণাইয়ে একটি আলাদা অভিযানে বেশ কয়েকজন অপরাধীকে আটক করা হয়েছে। পাইকানে উচ্ছেদের সময় পুলিশ রক্তাক্ত অবস্থায় পড়েছিল। বৃহস্পতিবার, দখলদারদের একটি দল পাইকানে পুলিশের উপর আক্রমণ চালিয়েছিল। দখলদারদের হামলায় ২১ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আত্মরক্ষার জন্য পুলিশের পাল্টা গুলিতে একজন হামলাকারী নিহত হয়।

এ দিকে, ১২ জনের মধ্যে মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়া শামনুর আলিকেও আটক করে পুলিশ। শামনুর স্বভাবতই একজন অপরাধী। পুলিশকে মারধরের অভিযোগে তাকে আগে গ্রেফতার করা হয়েছিল। ৩০ বছর আগে শামনুর একজন পুলিশকর্মীকে আক্রমণ করেছিলেন।

পাইকানকাণ্ড : পুলিশের গুলিতে মৃত্যু আরেক জনের, গ্রেফতার শামনুর সহ ১২

শামনুর আলি ইট ভাটার ব্যবসার সঙ্গে জড়িত। কৃষ্ণাইর গান্ধীনগর, চাকুধাওয়ায় সামনুরের দুটি বাড়ি রয়েছে। বিদ্যাপাড়ায় একটি ইটের ভাটা আছে। বিদ্যাপাড়ায় উচ্ছেদের বিরোধিতা করেছিলেন শামনূর

১২ জুলাই তাকে আটক করা হয় এবং মুক্তি দেওয়া হয়। ১২ জুলাই শামনুরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। উচ্ছেদের সময় নারায়ে তকবির ধ্বনি দেন শামনুর। বৃহস্পতিবার রাতে চকুধোয়ারের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।দুর্ঘটনায় শামনুরেী একটি হাত ভেঙেছে বলে জানা যায়।

Spread the News
error: Content is protected !!