ধর্মনগর থেকে ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িত আরও এক প্রতারক

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ,২ এপ্রিল : ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িত আরও এক প্রতারককে গ্রেফতার করল শ্রীভূমি জেলার পুলিশ। বুধবার ধর্মনগর থেকে বদরপুর পুলিশ এবং চুরাইবাড়ি পুলিশের যৌথ অভিযানে প্রতারক ট্রেডার রাজদীপ দেবকে গ্রেফতার করা হয়েছে। তাকে এক ভাড়া বাড়ি থেকে প্রথে আটক করে পুলিশ।   অভিযোগ অনুযায়ী, রাজদীপ দেব দীর্ঘদিন ধরে বিনিয়োগের নামে প্রতারণার জাল বিস্তার করেছিল। লোভনীয় অফার দেখিয়ে বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেছিল সে।

উল্লেখ্য, আগেই বদরপুর পুলিশ এই প্রতারণা চক্রের অন্যতম মাথা মোহাম্মদ শাকির, মোহাম্মদ জাবির ও মুন্নাকে গ্রেফ্তার করেছে। তবে এখনও ৫-৬ জন অভিযুক্ত পলাতক রয়েছে বলে জানা গেছে। বর্তমান মোহাম্মাদ শাকির বদরপুর থানায় পুলিশ রিমান্ডে রয়েছে। আগামীকাল রাজদীপ দেবকে শ্রীভূমি জেলা আদালতে হাজির করানো হবে বলে জানা গিয়েছে।

ধর্মনগর থেকে ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িত আরও এক প্রতারক
Spread the News
error: Content is protected !!