আরও এক ভুয়া চিকিৎসক গ্রেফতার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : জেলায় আরও এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হল। গোপন সূত্রের খবর এবং অসম কাউন্সিল অব মেডিক্যাল রেজিস্ট্রেশনের অ্যান্টি-কোয়েরি ও ভিজিল্যান্স কর্মকর্তা ডাঃ অভিজিৎ নেওগের দাখিল করা অভিযোগের ভিত্তিতে একটি অভিযান চালানো হয়। কলাইনের বাসন্তী ফার্মেসিতে অভিযান চালানো হয় এবং সিন্দুরা গ্রামের বাসিন্দা সুবীর চৌধুরীকে হাতেনাতে ধরা হয়। তিনি ফার্মেসির ভেতরে চেম্বারে একজন রোগীকে চিকিৎসা করার সময় গ্রেফতার হন। তার কাছ থেকে বহু সামগ্রী ও নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

মঙ্গলবার কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমুল মাহাতো সাংবাদিক বৈঠক করে জানান,  কলাইনের সুবীর চৌধুরী নামের একজন ব্যক্তি নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে চিকিৎসা কার্য চালিয়ে আসছিলেন। তিনি কলাইনস্থিত ‘বাসন্তী ফার্মেসি’ নামের ঔষধালয়ে রোগী চিকিৎসা করতেন। কিন্তু তাঁর কোনও স্বীকৃত চিকিৎসা-সংক্রান্ত সনদপত্র নেই। এরপরই অভিযান চালানো হয়। ঘটনার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ দিকে, মেডিক্যাল কাউন্সিলের অভিযোগের ভিত্তিতে ঘুংগুরের একটি ব্যক্তিগত নার্সিংহোম থেকে পঙ্কজ চৌধুরী নামে আরেক ভুয়া চিকিৎসককে আটক করে পুলিশ।

তার কাছ থেকে কাজাখস্তানের একটি মেডিক্যাল কলেজ থেকে প্রাপ্ত ভুয়া এমবিবিএস ডিগ্রির নথি উদ্ধার করা হয়েছে। এছাড়াও কলকাতার আরজি কর হাসপাতালে এমডি ডিগ্রি নেওয়ার ভুয়া সনদও উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে এসব নথি পরীক্ষা করছে পুলিশ। শেষে তাকেও গ্রেফতার করা হয়।

Spread the News
error: Content is protected !!