আরও এক নৃশংস হত্যাকাণ্ড লাহওয়ালে, ভাইয়ের হাতে খুন বোন
বরাক তরঙ্গ, ২২ জুন : ডিব্রুগড়ের লাহওয়ালে নৃশংস হত্যাকাণ্ডের পর একই রকম আরেকটি ঘটনা ঘটেছে জেলার চেচায়। এ ঘটনায় ভাইয়ের হাতে নিহত হয়েছেন বোন। মৃতের নাম পার্বতী গোয়ালা (৩৫)। পার্বতী গোয়ালা মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
পার্বতীকে তার ভাই শঙ্কর কর্মকার ছুরিকাঘাতে হত্যা করে। তাকে পুলিশ গ্রেফতার করে। উল্লেখ্য, আজ লাহওয়ালের বকুল কাঠ গ্রামে ২২ বছরের এক যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। হীরক নামে খুন করেছে তার নিজের বাবা, মা ও ভাই।
শুক্রবার রাতে ঘুমন্ত অবস্থায় তার পরিবারের সদস্যরা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে। নিহতের বাবা-মা ও ভাই ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে।
ইতিমধ্যে ঘটনাস্থলে লাহওয়াল পুলিশ পৌঁছে। হত্যাকাণ্ডে অভিযুক্ত মনোজ দত্ত, পল্লবী দত্ত ও সুমন দত্তকে গ্রেফতার করে পুলিশ।