শনিবার উত্তর কৃষ্ণপুরে পীর লাতুশাহ বাবার বার্ষিক উরুস

বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : উত্তর কৃষ্ণপুর চতুর্থ খণ্ডে সাবাজপুরে পীর লাতুশাহ বাবার মোকাম প্রাঙ্গণে বার্ষিক উরুস মহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ২১ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৫টা থেকে পরদিন ভোর পর্যন্ত চলবে মহফিল। মহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করবেন শাহসুফি মঈন উদ্দিন কারি। প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সারিমুল হক লস্কর। এ ছাড়াও বরাক উপত্যকার সুনামধন্য ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

Author

Spread the News