মখা শাহ মোকামে বার্ষিক উরুস ১৪ ডিসেম্বর

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : শিলচরের ঐতিহ্যবাহী মখা শাহ মোকামের বার্ষিক উরুস আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে বার্ষিক উরুস সম্পন্ন করতে জোর প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মোকাম কমিটির কর্মকর্তারা। তাঁরা জানান, ১৪ ডিসেম্বর সকাল আটটায় শুরু হবে অনুষ্ঠান। চলবে পরদিন ভোর পর্যন্ত।

অনুষ্ঠানের মধ্যে থাকছে কোরান খতম, গজল কিরাত প্রতিযোগিতা পুরস্কার বিতরণ। সন্ধ্যা পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত থাকছে ওয়াজ মহফিল। এছাড়া জিকির অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর ভোরে শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোকাম কমিটির সভাপতি সোজা উদ্দিন লস্কর, সম্পাদক আবুল হোসেন লস্কর, শাহজাহান আহমেদ লস্কর প্রমুখ।

মখা শাহ মোকামে বার্ষিক উরুস ১৪ ডিসেম্বর

Author

Spread the News