সোনাই আলিয়া মাদ্রাসার বার্ষিক জলসা রবিবার

বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : সোনাই আলিয়া মাদ্রাসার বার্ষিক জলসা ও দস্তারবন্দি অনুষ্ঠিত হবে আগামী রবিবার। ওইদিন সকাল দশটা থেকে এ উপলক্ষে অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত এগারটা পর্যন্ত।  মাঝিরগ্রামস্থিত আলিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক আলহাজ মুজিবুর রহমান চৌধুরী, শিক্ষক মুফতি মোহাম্মদ উল্লাহ বড়ভূইয়ারা প্রস্তুতির কথা তুলে ধরে জানান, মাদ্রাসার স্থায়ী সভাপতি আলহাজ শাহসূফী জমিলুননবী চৌধুরী বাগপুরী সাহেবের পৌরোহিত্যে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হবে। এই মাদ্রাসার বিদায়ী ছাত্রদের দস্তারবন্দি সহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা দুই শিক্ষককে সম্মাননা প্রদান করা হবে।

এছাড়া অনুষ্ঠানে কিরাত প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুকরা আগামী শনিবারের মধ্যে আয়োজক কমিটির সঙ্গে যোগাযোগ করে নাম অন্তর্ভুক্ত করতে আহবান জানান তারা। মাদ্রাসার মহফিলকে সুন্দর ও সার্থক করে তুলতে ধর্মপ্রাণ লোকদের উপস্থিতি কামনা করা হয়েছে।

সোনাই আলিয়া মাদ্রাসার বার্ষিক জলসা রবিবার
সোনাই আলিয়া মাদ্রাসার বার্ষিক জলসা রবিবার
Spread the News
error: Content is protected !!