বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষণ সামগ্রী বণ্টন
শুভ দাস, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ মে : বর্ষপূর্তিকে কেন্দ্র করে রুদ্রক্ষ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার ব্যবস্থাপনায় এবং উপদেষ্টা মণ্ডলীর সুপরামর্শে প্রজেক্ট স্মাইল-এর উদ্যোগে সুপ্রাকান্দি অঞ্চলের মেধাগ্রামের ৬৩১ নং মেদা এলপি স্কুলে এক বিশেষ শিক্ষণ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচির মাধ্যমে প্রায় ৫০ জন ছাত্রছাত্রীদের হাতে খাতা, কলম, পেন্সিল, রাবার, স্কেলসহ প্রয়োজনীয় নানা শিক্ষণ সামগ্রী তুলে দেওয়া হয়। এই উদ্যোগটি শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি উৎসাহ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ভবিষ্যতে এ ধরনের আরও নানা সামাজিক ও শিক্ষামূলক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সংস্থার। এই প্রচেষ্টা তাদের সমাজকল্যাণমূলক দায়বদ্ধতারই একটি অংশ।
