শ্রীভূমি জেলা পরিষদের সভাপতি নির্বাচিত অনিলকুমার ত্রিপাঠী
পিএনসি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ আগস্ট : শ্রীভূমি জেলা পরিষদের সভাপতি হিসেবে অনিলকুমার ত্রিপাঠী এবং সহ-সভাপতি হিসেবে সাথী রায় কুরি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার জেলার চারটি বিধানসভা কেন্দ্রের রামকৃষ্ণ নগর, পাথরকান্দি, দক্ষিণ করিমগঞ্জ এবং উত্তর করিমগঞ্জ এলাকা থেকে নির্বাচিত শ্রীভূমি জেলা পরিষদের বিজেপি সদস্যদের এক সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সহ-সভাপতি মুন স্বর্ণকার পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। সভায় পশুপালন ও মৎস্য প্রতিমন্ত্রী কৃষ্ণেন্দু পালও উপস্থিত ছিলেন।
শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী এক অনুষ্ঠানে জেলা পরিষদের সভাপতি ও সহ-সভাপতি হিসেবে যথাক্রমে ত্রিপাঠী এবং কুরিকে শপথ বাক্য পাঠ করান।
উল্লেখ্য, ১৬ আসন বিশিষ্ট শ্রীভূমি জেলা পরিষদের সাম্প্রতিক নির্বাচনে বিজেপি ১১টি এবং কংগ্রেস পাঁচটি আসনে জয়লাভ করে।