বিবেকানন্দর রোডের ড্রেন কাম ফুটপাত নির্মাণ কাজ নিয়ে ক্ষোভ বেড়েই চলেছে
বরাক তরঙ্গ, ২১ মে : শিলচর শহরের বিবেকানন্দর রোডের ড্রেন কাম ফুটপাত নির্মাণ কাজ নিয়ে ক্ষোভ বেড়েই চলেছে। হঠাৎ ড্রেনের কাজ বন্ধ করে অন্যত্র কালভার্ট নির্মাণ করতে চলে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। মঙ্গলবার স্থানীয় পুরুষ ও মহিলারা বের হয়ে ক্রস কালভার নির্মাণ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন। তারা বলেন, স্কুলের সামনে উন্মুক্ত ড্রেন রেখে এবং পরিকল্পনা ছাড়া অন্যত্র ক্রস কালভার্ট নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছেন শ্রমিকরা। এবং জোর করে বস কালভার্টের মুখ খুলে দেয় এতে তারা জানান বৃষ্টি হলেই এই এলাকার মানুষের ঘরে জল ঢুকে যাবে। তাই নিয়ম বহির্ভূত কাজ না করার দাবি জানান। এবং কাজের এস্টিমেট দেখাতে দাবি করলে ঠিকাদার পাত্তা দিচ্ছেন না বলে অভিযোগ করেন। সংশ্লিষ্ট বিভাগ ও ঠিকাদারের মর্জি মাফিক নির্মাণ কাজে চার বছর ধরে এলাকার জনগণ ভুগছেন। তাঁরা হুমকি সুরে বলেন বিভাগ যদি যথাযথ পদক্ষেপ না করে শীঘ্রই বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
এ দিন সাংবাদিক ডেকে এলাকাবাসীর পক্ষে প্রদীপ নাথ জানান, বৃহত্তর বিবেকানন্দ রোড এলাকার ড্রেনের কাজ করতে গিয়ে ইতিমধ্যে দু’টি পুরনো কালভার্ট তুলে নেওয়া হয়েছে। কিন্তু ৭ নম্বর গলির পাশে একটি কালভার্ট নির্মাণের নামে ড্রেনের একটা বিশাল অংশ উন্মুক্ত রাখায় ২৫ নম্বর ওয়ার্ডের বিস্তর এলাকা জলমগ্ন হচ্ছে। বিশেষ করে ওই এলাকার অপেক্ষাকৃত নিচু। এমন পরিস্থিতিতে নির্মীয়মান ড্রেনের উন্মুক্ত অংশ বন্ধ করে কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানান তিনি।
উল্লেখ্য, চার বছর ধরে চলছে শিলচর শহরের বিবেকানন্দ রোডের কালভার্ট ও ড্রেন নির্মাণের কাজ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণের। একদিকে ধুলোর ঝড় অন্যদিকে এক পশলা বৃষ্টি হলেই জমা জলে সমস্যায় ভুগছেন এলাকার নাগরিকরা। এ নিয়ে নাগরিকদের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে।