শ্রীভূমিতে শুক্রবার আনন্দরাম বরুয়া পুরস্কার প্রদান

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : শ্রীভূমি জেলায় চলতি বছর আসাম হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর নিয়ে পাস করা ছাত্রছাত্রীদের ১৩ ডিসেম্বর, শুক্রবার আনন্দ রাম বরুয়া পুরস্কার প্রদান করা হবে। শ্রীভূমি জেলার বিদ্যালয় সমূহের পরিদর্শক জানিয়েছেন শুক্রবার শ্রীভূমি শহরের নিলমণী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে আনন্দরাম বরুয়া পুরস্কার প্রদান করা হবে।

অনুষ্ঠানে মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলা আয়ুক্ত, জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক, বিশিষ্ট নাগরিক ও শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন। এতে জেলায় ৭৫ শতাংশ বা তার উর্ধের নম্বর নিয়ে পাস করা ছাত্রছাত্রীদের শুক্রবার সকাল ১১টায় নিলমণী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যালয়ের এক জন বরিষ্ঠ শিক্ষককে দায়িত্ব দিয়ে অনুষ্ঠানে পাঠাতে বলা হয়েছে। যে কোন কিছু জানার জন্য ৯৪০১১ ৩০৫৬০, ৮৬৩৮২ ৮২৬৮৯ অথবা ৭০০২১ ৫৪৮৮৭ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

শ্রীভূমিতে শুক্রবার আনন্দরাম বরুয়া পুরস্কার প্রদান
Spread the News
error: Content is protected !!