সম্প্রীতির নজির, ক্যান্সার রোগীকে রক্তদান দীপকের

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : সম্প্রীতির নজির। ক্যান্সার রোগী সালেহা বেগমকে রক্তদান করলেন দীপক পাল। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি মহৎদিনে এই মহৎ কাজ করেন পাল। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তিনি রক্তদান করে প্রাণ রক্ষা করেছেন সালেহা বেগমের। সালেহা কাছাড় ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। 

এই রক্তদান করে রোগীকে সুস্থ করা নয় তাঁর পরিবারের লোকেদের মুখে হাসি ফুটিয়েছেন। হৃদয় সামাজিক সংস্থা তাঁর এই রক্তদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এবং সুস্বাস্থ্য কামনা করছে। এ দিন হৃদয়ের পক্ষে উপস্থিত ছিলেন উপদেষ্ঠা কল্যাণকুমার চক্রবর্তী ও সম্পাদক কৃষ্ণ কংস বণিক।

সম্প্রীতির নজির, ক্যান্সার রোগীকে রক্তদান দীপকের
সম্প্রীতির নজির, ক্যান্সার রোগীকে রক্তদান দীপকের
Spread the News
error: Content is protected !!