গুলমার্গের কাছে সেনাবাহিনীর গাড়িতে হামলা, হত দুই সেনাসহ ৪

২৫ অক্টোবর : জম্মু ও কাশ্মীরের গুলমার্গের কাছে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর গাড়িতে আক্রান্ত হয়ে মৃত্যু হল দুই নাগরিক এবং দুই সেনায় জওয়ানের। চলন্ত গাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় হামলা চালায় সন্ত্রাসবাদীরা। জানানো হয়েছে, হামলায় আরও তিন সৈন্য আহত হয়েছেন এবং বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, গাড়িটি লাইন অফ কন্ট্রোল থেকে পাঁচ কিলোমিটার দূরে বোটপাথরি থেকে যাচ্ছিল। সন্ত্রাসীরা আকস্মিকভাবে হামলা শুরু করে। জানা গিয়েছে, নিহত দুই বেসামরিক ব্যক্তি সেনাবাহিনীর পোর্টার হিসেবে কাজ করতেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীরা পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (বিএটি) সদস্য। গাড়িটি দুর্গম বটপাথরি এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়।

গুলমার্গের কাছে সেনাবাহিনীর গাড়িতে হামলা, হত দুই সেনাসহ ৪

নিরাপত্তা বাহিনী হামলার প্রতিক্রিয়ায় পাল্টা অভিযান শুরু করেছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ হামলার নিন্দা করে বলেন, ‘উত্তর কাশ্মীরের বোটপাথরি এলাকায় সেনাবাহিনীর গাড়ির উপর হামলার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কাশ্মীরে সাম্প্রতিক হামলার এই ঘটনা গুরুতর উদ্বেগের বিষয়। আমি এই হামলার তীব্র নিন্দা জানাই এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা জানাই।

গুলমার্গের কাছে সেনাবাহিনীর গাড়িতে হামলা, হত দুই সেনাসহ ৪

Author

Spread the News