চরগোলা মিনি হাসপাতালকে সিএইচসিতে উন্নীত করার দাবি আমসুর

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : রাতাবাড়ি চরগোলা মিনি হাসপাতালকে সিএইচসিতে উন্নীত করার দাবি জানাল ‘করিমগঞ্জ’ জেলা আমসু। সোমবার এ দাবিতে জেলা আয়ুক্তের কাছে এক স্মারকপত্র প্রদান করেন আমসুর কর্মকর্তারা। সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর শ্রীভূমি জেলা কমিটির প্রতিনিধি দল রাতাবাড়ি মিনি হাসপাতালকে সিএইচসিতে উন্নীত করে শীঘ্রই অত্যাবশ্যকিয় সামগ্রী, রক্ত পরীক্ষা, ডাক্তার, নার্স নিয়োগ এবং ল্যাবরেটরির সুবিধা করে দেওয়ার আর্জি জানায়।

এদিন জেলা আয়ুক্তের অনুপস্থিতিতে এডিসি আনিস রসুল মজুমদারের হাতে স্মারকপত্র তুলে দেন জেলা আমসুর কর্মকর্তারা।স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজি সাদিক আক্তার, জেলা আমসুর সাধারণ সম্পাদক সালমান হোসেন ও আফজল হোসেন তাপাদার, সহ-সভাপতি হবিবুর রহমান তালুকদার, শহিদ আহমেদ পাটিকর, কালীগঞ্জ আঞ্চলিক সভাপতি সাহিদ আহমেদ প্রমুখ।

Spread the News
error: Content is protected !!