শিলচরে শিবমন্দিরগুলোতে পূণ্যার্থীদের ভিড়, রংপুর গঙ্গাপাড়ায় ভিএইচপির উদ্যোগে অমৃতস্নান

বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : প্রয়াগ রাজের ত্রিবেণী সঙ্গমে যাঁরা বিভিন্ন কারণে যেতে পারেনি বা সেখানে স্নান করতে পারেনি তাঁদের জন্য সঙ্গমের জল নিয়ে এসেছে বিশ্ব হিন্দু পরিষদ মধ্য কাছাড় জেলা কমিটি। রংপুরের গঙ্গাপাড়া এলাকায় কালী মন্দিরের পেছনে থাকা বরাক নদীর তীরে মহাকুম্ভের অমৃতস্নানের আয়োজন করেছেন উদ্যোক্তারা। বুধবার সকাল দশটা থেকে শুরু হয় শিবচতুর্দশী। বহু পূণ্যার্থী স্নান করেছেন।

শিলচরে শিবমন্দিরগুলোতে পূণ্যার্থীদের ভিড়, রংপুর গঙ্গাপাড়ায় ভিএইচপির উদ্যোগে অমৃতস্নান

এ দিকে, মহাশিবরাত্রি উপলক্ষে শিলচরের বিভিন্ন শিবমন্দিরকে সুসজ্জিত ভাবে সাজিয়ে তোলা হয়েছে। মন্দিরগুলোতে শিব ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অম্বিকাপুর শিবমন্দির ‌ও শিলচর স্বর্গ দুয়ার শ্মশান ঘাট শিবমন্দিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

শিলচরে শিবমন্দিরগুলোতে পূণ্যার্থীদের ভিড়, রংপুর গঙ্গাপাড়ায় ভিএইচপির উদ্যোগে অমৃতস্নান
শিলচরে শিবমন্দিরগুলোতে পূণ্যার্থীদের ভিড়, রংপুর গঙ্গাপাড়ায় ভিএইচপির উদ্যোগে অমৃতস্নান
Spread the News
error: Content is protected !!