‘অপারেশন মহাদেব’-এ নিহত জঙ্গিরাই পহেলগাঁওয়ের হামলাকারী, লোকসভায় জানালেন অমিত শাহ
২৯ জুলাই : মঙ্গলবার সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, এপ্রিল মাসে পহেলগাঁও হামলায় ২৬ জন পর্যটককে হত্যাকারী তিন পাকিস্তানি জঙ্গিকেকে ২৮ জুলাই ‘অপারেশন মহাদেব’-এ নিকেশ করা হয়েছে। তিনি সুলেমানকে মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেছেন এবং অন্য দু’জনের নাম আফগান ও জিবরান বলে জানিয়েছেন। এরা সবাই পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী লস্কর-ই-তইবার শীর্ষ জঙ্গি ছিল বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, সোমবার সামরিক অভিযানে নিহত জঙ্গিদের কাছ থেকে পহেলগাঁওয়ে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করার জন্য জঙ্গিরা যে অস্ত্র ব্যবহার করেছিল তাও উদ্ধার করা হয়েছে।
অমিত বলেন, “গতকালের অভিযানে পহেলগাঁও হামলায় জড়িত তিন জঙ্গি- সুলেমান, আফগান এবং জিবরান নিহত হয়েছে। যারা তাঁদের খাবার সরবরাহ করতেন তাঁদের আগেই আটক করা হয়েছিল। জঙ্গিদের মৃতদেহ শ্রীনগরে নিয়ে আসার পর আটক হওয়া ব্যক্তিরা ওই তিন জনকে শনাক্ত করেছেন।”
শাহ জানিয়েছেন, জঙ্গিদের পাকিস্তানি পরিচয়ের প্রমাণ হিসেবে পাকিস্তানের ভোটার কার্ড এবং পাকিস্তানে তৈরি চকোলেট উদ্ধার হয়েছে তাঁদের কাছ থেকে। তিনি আরও জানান, তাঁদের কাছ থেকে পাওয়া বিদেশী অস্ত্রের মধ্যে রয়েছে দু’টি একে-৪৭ ভেরিয়েন্ট এবং একটি আমেরিকান এম৪ কার্বাইন।