মণিপুর : উচ্চপর্যায়ের বৈঠক সারলেন অমিত শাহ

১৭ জুন : প্রায় এক বছরেরও বেশি সময় ধরে অশান্ত মণিপুর। বিরোধীদের অভিযোগ, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে হিংসা থামানো নিয়ে উদাসীন কেন্দ্রীয় সরকার। এবার কুকি ও মৈতেই গোষ্ঠীর মধ্যে জাতিগত বিভেদ দূর করতে তাদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবার একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর জানিয়েছেন অমিত শাহ।

মণিপুরের পরিস্থিতি নিয়ে সোমবার একটি উচ্চপর্যায়ের বৈঠক সারলেন অমিত শাহ। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে সম্প্রতি ফের একবার মাথাচাড়া দিয়েছে হিংসার ঘটনা। তা নিয়েই পর্যালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Author

Spread the News