আসু নেতার খোঁজ নিলেন আমিনুল

বরাক তরঙ্গ, ১৩ জুলাই : আসুর প্রাক্তন নেতা তথা কনকপুরের বাসিন্দা মঞ্জুর আহমদ বড়ভূইয়ার খোঁজ নিলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। শনিবার শিলচর মেডিক্যাল কলেজের আইসিইউতে ভর্তি বড়ভুইয়ার সঙ্গে দেখা করে স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

উল্লেখ্য, বছর দুয়েক আগে আসু নেতা মঞ্জুর আহমদ বড়ভূইয়া স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

Author

Spread the News