সোনাইয়ে একশো শতাংশ দুর্নীতি মুক্ত না হলেও গ্রামে উন্নয়নের পরিবেশ তৈরি হয়েছে : বিধায়ক
বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : একশো শতাংশ দুর্নীতি মুক্ত না হলেও সোনাইয়ে এখন গ্রামীণ এলাকার উন্নয়নের পরিবেশ তৈরি হয়েছে। সোমবার দুপুরে সোনাবাড়িঘাট জিপির অন্তর্গত ধনেহরি তৃতীয় খণ্ডের গজালি নালার পাশে মাটিরবাঁধ উদ্বোধন করে এই মন্তব্য করেছেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। তিনি জানান, এনআরজিএস প্রকল্প থেকে মাত্র চার লক্ষ টাকা ব্যয়ে এই কাজ সম্পন্ন হয়েছে। আগে সোনাইয়ে গ্রামোন্নয়ন কাজের নামে অর্থ লুটপাট করা হয়েছে। তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর গ্রামোন্নয়নের অর্থ সঠিকভাবে বাস্তবায়নের প্রচেষ্টা করেছেন। তাই এখন কাজ দেখা যাচ্ছে। এছাড়া ব্লকের কার্যালয়েও স্বচ্ছতা ফিরিয়ে এসেছে বলে দাবি করেন বিধায়ক সাজু।
এদিন গ্রামীণ এই প্রকল্পের উদ্বোধনে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই উন্নয়ন খণ্ডের সহকারী অফিসার রতীন্দ্র পাল, জিপি সচিব হোসেন আহমেদ, প্রাক্তন এপি সদস্য নুরুল হাসান বড়লস্কর, নূর আহমেদ বড়ভূইয়া, মুন্না মজুমদার, মাসুম বড়ভূইয়া সহ অন্যান্যরা।
