চিরনিদ্রায় আল্লামা মুফতি মেহবুব আলি ওজিহি কাদিরি (রহঃ)

২৭ আগস্ট : চিরনিদ্রায় রামপুর জামিউল উলুম ফুরকানিয়া মাদ্রাসার শায়খুল হাদিস ও  অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য আল্লামা মুফতি মেহবুব আলি ওজিহি কাদিরি (রহঃ)। আমেরিকায় চিকিৎসা চলাকালীন শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় সময় বুধবার সকালে আল্লামা পরপারে পাড়ি দেন। বয়স হয়েছিল ৯৮ বছর।  এ খবরে উত্তরপ্রদেশ সহ দেশের মুসলিম সমাজে শোকের ছায়া নেমে এসেছে। মানুষ তাঁর ধর্মীয় ও শিক্ষামূলক অবদান স্মরণ করছেন। শহরের জামে মসজিদের ইমাম মওলানা ফয়জান খাঁ জানান, মুফতি আল্লামা মেহবুব আলির দেহ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রামপুরে আনা হতে পারে। এরপর জানাজায় নামাজ আদায় করা হবে।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ তাঁর বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানাচ্ছেন।

তিনি মুহাদ্দিসে কবির খতিবে আজম হযরত আল্লামা শাহ ওজিহুদ্দিন রামপুরী (রহঃ)-এর খলিফা। রামপুরের জামিউল উলুম ফুরকানিয়া মাদ্রাসার শায়খুল হাদিস ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য এবং সর্বভারতীয় ফিকাহ অ্যাকাডেমির সদস্য ছিলেন আল্লামা মুফতি মেহবুব আলি ওজিহি কাদিরি (রহঃ)। এ ছাড়াও বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও জড়িত ছিলেন।

Spread the News
error: Content is protected !!