পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার দাবি আকসার

বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : কাশ্মীরের পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে সরব হল আকসা। ভারত সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সন্ত্রাসবাদী দেশ পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার দাবি জানাল সংস্থা। ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে  সন্ত্রাসবাদীদের গুলিতে ২৮ জনের মৃত্যু ঘটেছে। এই হত্যালীলার বিরুদ্ধে যখন গোটা দেশ উত্তাল, ঠিক সেসময় ভারত সরকারের তরফে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি সিন্ধু জল চুক্তি ও পাকিস্তানের ভিসা বাতিল করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভারত ছেড়ে দেওয়ার নির্দেশ জারি করেছে ভারত সরকার। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংগঠন আকসা দেশের জনগণকে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার শিলচর প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ জানান, পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীরা ৬০ রাউন্ড গুলি চালায়, এবং ঘটনায় ২৮জন নিরীহ পর্যটকদের মৃত্যু ঘটে। এই মানবতা বিরোধী কর্মকাণ্ডে পাকিস্তানের মদত রয়েছে বলে ধারণা আকসার।

তিনি জানান, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং সেটা আগামীতেও থাকবে। পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে ভারতীয় নৌ-সেনা, বায়ুসেনা ও স্থলসেনাকে আরও বেশি ক্ষমতা প্রদানের দাবি জানিয়েছেন। সন্ত্রাসবাদী হামলার বিরোধিতা করে অনেক দেশে ইতিমধ্যে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে সরকার যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছে সেগুলো সময়োপযোগী বলে জানিয়েছেন। আগামীতে পাকিস্তানের  উপর কেবল সার্জিক্যাল স্ট্রাইক নয় সেই দেশকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে সরকারকে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার দাবি আকসার
Spread the News
error: Content is protected !!