সিইউইটি: পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় কৌশিকের ভূয়সী প্রশংসা আকসার
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ মে : কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের (সিইউইটি) নামে পরীক্ষার্থীদের দুর্ভোগ ও হয়রানি রোধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে আকসা। বুধবার শিলচরে এক সাংবাদিক সন্মেলন ডেকে এনটিএ-র ভূমিকার তীব্র নিন্দা ও ধিক্কার জানান আকসার উপদেষ্টা তথা বিজেপি সদস্য রূপম নন্দী পুরকায়স্থ। তিনি ক্ষোভের সুরে বলেন, প্রথমবারের মতো সিইউইটি পরীক্ষা আয়োজিত করতে এসি রুমে বৈঠকে না করে সরজমিনে এসে ভৌগোলিক অবস্থান পর্যবেক্ষন কেন করল না এনটিএ। যথাযথ সার্ভে হলে ওই দুর্ভোগ পোহাতে হত না পরীক্ষার্থীদের।
এদিকে, সুদূর কলকাতা থেকে উড়ে এসে তড়িঘরি পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়ের ভূয়সী প্রশংসা করেন রূপম। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুকোমল দাস, নিরঞ্জন দত্ত, সাইদুল রহমান, বিশ্বজিত দেব, জয়শ্রী নাথ, আফসানা সদিয়াল, বর্ষা দত্ত, অনিন্দিতা সাহা, সাথী দেব, অর্পিতা দেব প্রমুখ।