বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ, নিন্দা আকসার
বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : ভারত সরকারের সামরিক শক্তির হস্তক্ষেপের জোরালো দাবি তুলল আকসা। রবিবার সাংবাদিক সন্মেলন ডেকে আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ বাংলাদেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন। এবং নির্যাতিত অসহায় হিন্দুদের রক্ষা করতে ভারত সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান তিনি। পাশাপাশি আগামী ৩ ডিসেম্বর শিলচরে বিশাল জমায়েত ও মিছিল উপস্থিত থাকতে সবাইকে আহ্বান করেন রূপমবাবু।
বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিন্ত করতে রাষ্ট্রসংঘের বিহিত ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেন। বৈঠকে আকসার অন্যতম আহ্বায়ক সাইদুর রহমান অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বর্তমান শোচনীয় অবস্থায় সংখ্যালঘুদের রক্ষায় কেন্দ্র সরকারের কাছে হস্তক্ষেপ কামনা করেন।