আকসা যুব ফ্রন্ট নামে কোন সংগঠন নেই : আকসার কর্মকর্তারা

বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : আকসা যুব ফ্রন্ট বলে কোন সংগঠন নেই। মঙ্গলবার ছাত্র সংগঠন আকসার কর্মকর্তারা জানিয়েছেন। তাঁরা জানান আকসার সংবিধানে যুব ফ্রন্ট নামে কোন সংগঠন নেই। বিগত বছরেও এধরনের একটি কাণ্ড প্রকাশ্যে এসেছে। এ ভাবে আকসার নাম ভাঙিয়ে সংবাদপত্রে খবর প্রকাশিত হওয়ায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন প্রতিনিধিরা।

মঙ্গলবার স্থানীয় একটি সংবাদপত্রে সভাপতি হিসেবে সজল দেবরায়ের একটি বিবৃতি প্রকাশিত হওয়ার পর আকসার এক প্রতিনিধি দল শিলচর প্রেমতলাস্থিত তাঁর দোকানে গিয়ে সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি জানতে চান। সজল দেবরায় তাঁদের জানিয়েছেন তিনি কোন বিবৃতি পত্রিকায় প্রকাশিত করেননি। কর্মকর্তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন আকসার নাম জড়িয়ে আগামীতে কোন ধরনের সংবাদ প্রকাশিত হলে আকসা চুপ করে বসে থাকবে না।

আকসা যুব ফ্রন্ট নামে কোন সংগঠন নেই : আকসার কর্মকর্তারা
Spread the News
error: Content is protected !!