অখিল গগৈয়ের স্ত্রী সুন্দরী, তরুণী, মিস ইন্ডিয়া মন্তব্যের পর ক্ষমা চাইলেন আজমল

বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : অখিল গগৈয়ের স্ত্রী সুন্দরী, তরুণী, মিস ইন্ডিয়া এমন মন্তব্য করে ক্ষমা চাইলেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। তাঁর এমন অপমানজনক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে মামলা ঠুকল রাইজর দল।

অখিল গগৈয়ের স্ত্রী সুন্দরী, তরুণী, মিস ইন্ডিয়া মন্তব্যের পর ক্ষমা চাইলেন আজমল

বদরউদ্দিন আজমলের মন্তব্য রাজ্যের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। অখিল গগৈয়ের স্ত্রী গীতাশ্রী তামুলিকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন আজমল। এই বিতর্কের পর সোমবার ক্ষমা চান আজমল। “তিনি আরও বলেন,” “আমার কথায় যদি আঘাত লাগে, তাহলে আমি একবার নয়, দশ বার ক্ষমা চাইব।” “আমার কোনও আপত্তি নেই।” বদরুদ্দিন আরও বলেন, “আমি অপমান করতে চাইনি। কিন্তু সংবাদমাধ্যম কেন এমন করছে? আর কেনই বা এটা ইস্যু করছে তাও বুঝতে পারিনি। আমি নারীদের সম্মান করি।”

অখিল গগৈয়ের স্ত্রী সুন্দরী, তরুণী, মিস ইন্ডিয়া মন্তব্যের পর ক্ষমা চাইলেন আজমল

রবিবার সাংবাদিকদের এক প্রশ্নে দল সুপ্রিমো বলেন, অখিল গগৈর স্ত্রী বুড়ো। কেন মুখ্যমন্ত্রী এর পেছনে লেগেছেন। বুড়ি কেন বললেন সাংবাদিকরা ধরলে তিনি বলেন সুন্দরী, তরুণী, মিস ইন্ডিয়া অখিল গগৈর স্ত্রী। এরপরই তোলপার শুরু হয় রাজনৈতিক মহলে। বরপেটা সাংসদ ফণীভূষন চৌধুরী বলেন, আজমল অসমের সম্পদ নয়, একটি বোঝা।

Author

Spread the News