মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় রাজ্যে বৃহৎ সাফল্য আজমল সুপার ৪০ এর

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ৫ জুন : বিষাদের মধ্যেও খুশীর হাওয়া আজমল শিবিরে। রাজনীতিতে আজমলের শোচনীয় পরাজয় ঘটলেও শিক্ষাজগতে এক ঐতিহাসিক সাফল্যের সাক্ষী হলো রাজ্য। সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রেন্স পরীক্ষায় রাজ্যে আলোড়ন সৃষ্টিকারী আজমল সুপার ৪০ অসাধারণ ফলাফলে রাজ্যজুড়ে খুশীর হাওয়া বইছে। প্রায় চারশত ছাত্রছাত্রী আজমল সুপার ৪০ বদান্যতায় ডাক্তার হওয়ার ছাড়পত্র লাভ করল।

সর্বভারতীয় মেডিক্যাল কাউন্সিল মঙ্গলবার মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। এতে আজমল সুপার ৪০ রাজ্যে এক অভূতপূর্ব ফলাফল লাভ করেছে।আজমল সুপার ৪০ বদান্যতায় অনেক পরিবারে খুশীর হাওয়া। প্রত্যন্ত অঞ্চলের অনেক পিছপড়া ছাত্রছাত্রী ডাক্তার হওয়ার ছাড়পত্র পেয়েছে।

আজমল সুপার ৪০ উল্লেখযোগ্য ফলাফলের মধ্যে  নাজমুস শাকিব ৭২০ নাম্বরের মধ্যে ৭১০,  হাফিজ মেহদি হাসান ৭০৫, সইদ আখতার ৭০০, শাহিনা বেগম লস্কর ৭০০, আলিমুল ইসলাম আল হাদি ৭০০, বিবহাবসু প্রিয়াদর্শন ৬৬৫, অভিনব বসুমাতারি ৬৬৩, সুভম চিন্ময় বরা ৬৪৮, রেজাউল করিম ৬৫০, ইমরান শাহিন বড়ভূইয়া ৬৩৫ নম্বর পেয়ে উল্লেখযোগ্য রেজাল্ট করেছে। এর মধ্যে ৩ জন হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রী রয়েছেন। এছাড়া আরও অনেক ছাত্রছাত্রী ভাল ফলাফলের মাধ্যমে ডাক্তার হওয়ার ছাড়পত্র গ্রহণের সঙ্গে রাজ্যের মুখ উজ্জ্বল করেছে।

Author

Spread the News