নিলামবাজারে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য আজমল ও কৃষ্ণেন্দুর
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : নিলামবাজার বেরাজালে জাতীয় সড়কে গত মঙ্গলবার দুপুরে সংঘটিত হওয়া দুর্ঘটনায় মৃত পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক সহ বিভিন্ন দলের নেতারা। এআইইউডিএফ সুপ্রিম বদরুদ্দিন আজমল, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ, পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ এআইইউডিএফের করিমগঞ্জ জেলা সভাপতি আজিজুর তালুকদার পরিবারের খোঁজ নিলেন বৃহস্পতিবার। প্রায়াত অটো চালক রুহুল আলমের তিন সন্তানকে আর্থিক সহায়তা করেন বদরুদ্দিন আজমল, একই ভাবে প্রতিনিধির মাধ্যমে আর্থিক সহায়তা পাঠিয়ে পাশে দাঁড়ালেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এছাড়া বিধায়ক সিদ্দেক আহমেদ জেলা শাসক মৃদুল যাদব সঙ্গে কথা বলে হতভাগ্যদের মাথাপিছু দু’লক্ষ টাকা করে সরকারি সহায়তার পাইয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেছেন।
এদিন এআইইউডিএফের জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদারের মাধ্যমে হতভাগ্য অটো চালকের পরিবারের সঙ্গে ভিডিও বার্তায় কথা বলে পাশে থাকার আশ্বাস প্রদান করেছেন এআইইউডিএফ সুপ্রিমো মওলানা বদরুদ্দিন আজমল প্রাথমিক অবস্থায় অটো চালক রুহুল আলমের অবুঝ তিন শিশু সন্তানকে নগদ ৬০ হাজার টাকা পাঠিয়ে সাহায্য করেন। একই সঙ্গে পিতৃ হারা শিশুরা পড়াশুনার উপযুক্ত হলে তাদের আজীবন লেখাপড়া দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন আজমল। একই ভাবে পাথারকান্দির দক্ষিণ কচুবাড়ির বাসিন্দা সব আপনজনকে হারিয়ে অসহায় হয়ে পড়া শিশুপুত্রেরও দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।

এদিকে, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের পক্ষ থেকে হতভাগ্য চালক ও দুর্ঘটনা শিশু একই পরিবারে চার সদস্য মৃত্যু হওয়া ব্যবসায়ী গুলজার হোসেনের বাড়িতে পৌছেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রতিনিধি দলের সদস্যরা। বিধায়য়কের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বিধায়কের প্রদান করা আর্থিক সহায়তার রাশি পৌঁছে দেন। অটো চালক রুহুলের পরিবারকে একই ভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।
