ন্যাশনাল হাইওয়ের উপরে ভেঙে পড়ল বিমান
২৪ জুলাই : এবার ন্যাশনাল হাইওয়ের উপরে ভেঙে পড়ল বিমান। প্রথমে ন্যাশনাল হাইওয়েতে ধাক্কা মারে বিমানটি। এরপর ফুটপাতে ধাক্কা খায়। এই ঘটনায় পাইলট এবং যাত্রী দুজনেরই মৃত্যু হয়। ভয়াবহ সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ইটালিতে ঘটেছে।
একটি ব্যস্ততম দিনে ব্যস্ত রাস্তার উপরই ভেঙে পড়ল ওই বিমান। ফুটেজে দেখা গেছে যে বিমানটি দ্রুত গতিতে নীচের দিকে নামতে থাকে। এরপর রাস্তার উপর পড়তেই ভয়ঙ্কর বিস্ফোরণ। সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের এলাকাও কেঁপে ওঠে।
গোটা রাস্তা জুড়ে তীব্র যানযট তৈরি হয়। প্রাণে বাঁচতে চেয়ে ছোটাছুটি করতে দেখা যায় অনেককে। ঘটনাস্থলেই বিমানে থাকা দুই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়।
নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী, প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিমানটি হয়তো ওড়ার পরই যান্ত্রিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। সেই কারণে জরুরি অবতরণের চেষ্টা করেছিল। সেই সময় পাইলটের হাত থেকে হয়ত নিয়ন্ত্রণ চলে যায়। ফলে গতি ফিরে পেতে ব্যর্থ হয় প্লেনটি। ফলস্বরূপ রাস্তার উপর পড়ে যায় এবং বিস্ফোরণ হয় এবং দুর্ঘটনাটি ঘটে।
নিউ ইয়র্ক পোস্টের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাথমিক উদ্ধারকারীরা ঘটনাস্থলে ছুটে যান, কিন্তু বিমানটি ততক্ষণে আগুন গ্রাসে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
এদিকে, কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে ইতালির জাতীয় ফ্লাইট সুরক্ষা সংস্থার একজন পরামর্শদাতা বুধবার ব্রেসিয়ায় যাবেন এমনটাই জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু হয়েছে ইতিমধ্যেই।