মোহনপুর গ্রান্টে এইডস সচেতনতা ও স্বাস্থ্য শিবির
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : রাজ্য এইডস নিয়ন্ত্রণ সোসাইটি এবং হাইলাকান্দি স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শুক্রবার মোহনপুর গ্রান্টে এক এইডস সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে নেশা মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে আয়োজিত এক সভায় এইচআইভি এইডস এবং সর্বনাশা মাদকের মতো নেশার দ্রব্যের কুফল নিয়ে বিভিন্ন বক্তা আলোচনা করেন। শিবিরটি উদ্বোধন করেন হাইলাকান্দির অতিরিক্ত আয়ুক্ত লালরহলু খেনতে। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন এডিসি অমিত পারবোসা, অতিরিক্ত পুলিশ সুপার শেখর জ্যোতি রায়, ডিস্ট্রিক্ট রিসোর্ট পারসন পিনাক পাল, অনুপকুমার দত্ত, সন্তোষ গোয়ালা এনামুল বড়ভূইয়া। শিবিরে ১১০ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধপত্র বণ্টন করা হয়।