৯৪৪ জন শিক্ষকের পদ চিরদিনের জন্য বন্ধ করায় ক্ষুব্ধ এআইডিওয়াইও

বরাক তরঙ্গ, ১৭ মে : সম্প্ৰতি রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ের ৯৪৪ জন শিক্ষকের পদ চিরদিনের জন্য বন্ধ করার তীব্র ক্ষোভ ব্যক্ত করে যুব সংগঠন এআইডিওয়াইও’র কাছাড় জেলা কমিটি।  সরকার রাজ্যের বিভিন্ন নিম্ন প্রাথমিক (এলপি) এবং উচ্চ প্রাথমিক (ইউপি) বিদ্যালয়ের শিক্ষক পদ বিলুপ্ত করে। সরকারি শিক্ষা বিভাগের প্রতি সরকারের চরম অবহেলা এবং শিক্ষার বেসরকারিকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করতেই এই চক্রান্ত বলে সংগঠন মনে করে।

সরকারি উদ্যোগে উন্নত মানের নতুন নতুন স্কুল-কলেজ গড়ে তোলার বিপরীতে স্কুল বন্ধ করে চলেছে। ছাত্র সংখ্যা কম হওয়ার  দোহাই দিয়ে বিদ্যালয় সমূহ একত্রিকরণ করে ছোট ছোট ছাত্রছাত্রীদের দূরের স্কুলে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণের দানে গড়ে উঠা এই প্রতিষ্ঠান সমূহ বন্ধ করা সরকারের নৈতিক অধিকার নেই।

৯৪৪ জন শিক্ষকের পদ চিরদিনের জন্য বন্ধ করায় ক্ষুব্ধ এআইডিওয়াইও

শিক্ষক-শিক্ষিকাদের অভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার হাল তলানিতে। ছাত্রছাত্রীদের পঠনপাঠন ঠিকমতো হচ্ছে না। বিদ্যালয়গুলোতে পর্যাপ্তসংখ্যক শিক্ষক নিয়োগ, জনসংখ্যার অনুপাতে নতুন নতুন স্কুল-কলেজ প্রতিষ্ঠা করা সহ সরকারি উদাসীনতার বিরুদ্ধে শিক্ষানুরাগী জনগন তথা বেকার যুবক-যুবতীদের প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে।

Spread the News
error: Content is protected !!