বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নিন্দা আহলে সুন্নাতের
গুচ্ছ কর্মপন্থা হাতে নিলো নবগঠিত জামাত
বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : এক গুচ্ছ কর্মসূচি হাতে নিল নবগঠিত উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত। রবিবার শিলচর বাইপাসের আরহান ভবনে জামাতের কার্যকরী কমিটির জরুরি সভায় বিভিন্ন প্রস্তাবাদী নিয়ে আলোচনা হয়। জামাতের কর্মপন্থা নিয়ে দীর্ঘ আলোচনা করেন আহলে সুন্নতের পদাধিকারী ও সদস্যরা। জামাতের সভাপতি মওলানা ড. সৈয়দ আব্দুন নুরের পৌরহিত্যে অনুষ্ঠেয় সভায় একাধিক প্রস্তাব গৃহীত হয়। প্রাথমিক সদস্য ভর্তি, ছবাহি মক্তবের শিক্ষায় গুরুত্ব, মেয়াদোত্তীর্ণ জেলা ও রাজ্য কমিটি শীঘ্রই পুনর্গঠন, জামাতের সম্মেলন, ফেকাহ সেমিনার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মপন্থা হাতে নেওয়া হয়। এছাড়া এদিন কেন্দ্রীয় কমিটির স্টিয়ারিং কমিটি গঠন সহ পদাধিকারীদের কাজের দায়িত্ব বণ্টন করা হয়। সভা শেষে সাংবাদিকদের সামনে কর্মপন্থা তুলে ধরেন সভাপতি মওলানা সৈয়দ আব্দুন নুর, সাধারণ সম্পাদক মওলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত ও প্রচার সম্পাদক মওলানা ফয়েদ আহমেদ।
এদিনের সভায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনার নিন্দা জানায় উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রত্যেক দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সংখ্যাগুরুদের দায়িত্ব ও কর্তব্য। তাই বাংলদেশে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সে দেশের সরকারকে কঠোর হতে দাবি জানায় আহলে সুন্নাত। এদিনের সভায় আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মওলানা সৈয়দ হেদায়ত হোসেন ত্রিপুরা, আলহাজ সিরাজ উদ্দিন বড়ভূইয়া, মওলানা কারি নজরুল ইসলাম, মওলানা নাজির হোসেন মজুমদার, মওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী, আলহাজ রাজন মজুমদার, এম মকসুদ আহমেদ বড়ভূইয়া, হাফিজ আব্দুল হক, মওলানা সাহিদ আহমেদ, মওলানা বদরুল হক, মওলানা জয়নুল হক, আব্দুসসালাম বড়ভূইয়া, মওলানা আব্দুল হেলিম, মওলানা আলমগির, মওলানা শাহ আলম, মওলানা জাবির হোসেন, ফরমান আলি রেজবি, নুরুল হক তালুকদার প্রমুখ।