ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু এজিপি নেতা সহ দুই জনের, আহত দুই

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু এজিপি নেতা সহ দুই জনের, আহত দুই

বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর :  সড়ক
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে এজিপি নেতার। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন এজিপি নেতা বিপুল কৃষ্ণ দাস ও সূর্য তালুকদার। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। সোমবার গভীর রাতে বরপেটারব মৌতুপুরির ২৭ নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। 

দুর্ঘটনায় আহত দুইজন হলেন হরিহর কলিতা ও কিশক ঠাকুরিয়া। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বারপেটার ফকরুদ্দিন আলি আহমেদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। নিহতদের বাড়ি ভবানীপুরের সরুতপা গ্রামে।

জানা যায়, বিপুল কৃষ্ণ দাসের নম্বর প্লেট বিহীন সাদা রঙের স্কোরপিও বাহনে চারজন বরপেটারোড হয়ে ভবানীপুর বাড়ি ফিরছিলেন। বরপেটারোডে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বরপেটা রোড থেকে যাওয়ার পথে মৌটুপুরীতে ডিভাইডারে একটি গাছে ধাক্কা মারে। দ্রুত গতিতে থাকা গাড়ি গাছে ধাক্কা মারায় ঘটনাস্থলেই প্রাণ হারান বিপুল। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন সূর্য্য তালুকদার।

Spread the News
error: Content is protected !!