ফের শক্তিশালী ভূমিকম্প রাশিয়ায়
১৯ সেপ্টেম্বর : আবারও ভূমিকম্প রাশিয়ায়। ফের একবার রাশিয়ার কামচাটকাতেই জোরাল ভূমিকম্প অনুভূত হল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। ইতিমধ্যেই সুনামির সতর্কতা জারি করা হয়েছে। পার্শ্ববর্তী আলাস্কা, হাওয়াইতেও ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ ১৯ সেপ্টেম্বর মধ্য রাতে পেট্রোপাভলোভস্ক-কামচাটকা উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্প ধরা পড়েছে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল।