ফের শ্রীভূমি জেলায় বিএনএসএস এর ১৬৩ ধারা জারি, কন্ট্রোল রুম

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট শুক্রবার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে এক আদেশ জারি করে জানিয়েছেন যে, আসন্ন দুর্গাপূজা উৎসবের সময়ে জেলায় জনমনে শান্তি সম্প্রতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং জনমনে শান্তি সম্প্রতি বজায় রাখতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে জারি করা জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ অনুসারে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সমগ্র শ্রীভূমি জেলায়  বিনা অনুমতিতে কোন ধরণের বনধ, র‍্যালি, স্ট্রাইক, ধরনা প্রদর্শন করা যাবে না। এই আদেশ তাৎক্ষণিকভাবে সমগ্র শ্রীভূমি জেলায় বলবৎ হয়েছে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

ফের শ্রীভূমি জেলায় বিএনএসএস এর ১৬৩ ধারা জারি, কন্ট্রোল রুম

এ দিকে, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং যে কোন জরুরিকালিন পরিস্থিতিতে যোগাযোগের জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এতে জেলা আয়ুক্ত কার্যালয়ে কার্যকরী থাকা কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে ০৩৮৪৩-২৬৫১৪৪। পাশাপাশি পুলিশ বিভাগের কন্ট্রোল রুমের চলভাষ নম্বর ৮০৯৯৬৬২২৭৫ এবং অগ্নি ও জরুরিকালীন পরিসেবার জন্য যোগাযোগ করতে কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে ০৩৮৪৩-২৬২১০১।

Spread the News
error: Content is protected !!