ফের ট্রেন দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে সংঘর্ষ
১৪ মার্চ : শুক্রবার রঙের উৎসবে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল মুম্বই-অমরাবতী এক্সপ্রেস। জানা গিয়েছে, শুক্রবার ভোরে মহারাষ্ট্রের ভুসাওয়াল ডিভিশনের বদওয়াদ স্টেশনের কাছে চলন্ত এক্সপ্রেসে ধাক্কা মারে একটি ট্রাক। ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে-পিষে যায় ট্রাকটি। তবে ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। জানা যাচ্ছে, সিগনাল না মেনেই সোজা রেল লাইনে এসে পড়ে ট্রাকটি। তারপরেই ঘটে দুর্ঘটনা।
